
ওশান নিউজ ডেস্ক : দেশের বাজারে স্বর্ণের দাম টানা পতনের ধারায়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ এক দফা বড় আকারে দাম কমানোর ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, নতুন দামে ভরিতে ১০
হাজার ৪৭৪ টাকা কমানো হয়েছে।
এর ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের
নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা, যা আজ বুধবার (২৯
অক্টোবর) থেকে কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দামে ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ১ লাখ ৮৫ হাজার ৩
টাকা, ১৮
ক্যারেটের ১ লাখ ৫৮ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১
লাখ ৩১ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে।
তবে গহনার মান ও ডিজাইনভেদে মজুরির পার্থক্য হতে পারে।
এর আগের দিন, ২৭ অক্টোবর, বাজুস স্বর্ণের দাম
সমন্বয় করেছিল। সেদিন ভরিতে ৩ হাজার ৬৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের
দাম ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা কার্যকর হয় ২৮ অক্টোবর থেকে।
চলতি বছর এ নিয়ে মোট ৭০ বার সমন্বয় করা হলো দেশের স্বর্ণের দাম যার মধ্যে ৪৮ বার বেড়েছে এবং ২২ বার কমেছে।
তুলনামূলকভাবে ২০২৪
সালে ৬২ বার সমন্বয় হয়েছিল,
যেখানে ৩৫ বার দাম বাড়ানো ও ২৭ বার কমানো হয়েছিল।
স্বর্ণের দাম কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন হয়নি।
বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়, ২১ ক্যারেটের ৪
হাজার ৪৭ টাকায়, ১৮
ক্যারেটের ৩ হাজার ৪৭৬ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২
হাজার ৬০১ টাকায়।